বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালের পানিতে ডুবে উলফতদ্দিন ওরফে উলু মুন্সী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার দুওসুও ইউনিয়নের গান্ডীকারী গ্রামে এঘটনা ঘটে। নিহত উলফতদ্দিন ওই গ্রামের ইঞ্জিয়ার আব্দুর রহমানের পিতা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার ভোর রাতে ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরে পার্শ্ববর্তী আব্দুল মজিদের বাড়ির পার্শ্বের এক খালে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধ প্রায় স্মৃতিহারা ছিলেন, ঠিক মতো খেয়াল রাখতে পারতেন না। সময়-অসময় শুধু নামাজের কথা বলতেন এবং যখন তখন নামাজ পড়তেন। স্মৃতি শক্তি ঠিক না থাকার কারণে তিনি যেখানে সেখানে ওজুর জন্য পানি খুঁজে বেড়াতেন। ওজুর পানি খুঁজতে গিয়ে পা পিছলে খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, উলফতদ্দিন এর মৃত্যুর ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

বছরজুড়ে যা যা করল ইবি ছাত্রদল

বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

প্রকাশের সময় : ০৯:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালের পানিতে ডুবে উলফতদ্দিন ওরফে উলু মুন্সী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার দুওসুও ইউনিয়নের গান্ডীকারী গ্রামে এঘটনা ঘটে। নিহত উলফতদ্দিন ওই গ্রামের ইঞ্জিয়ার আব্দুর রহমানের পিতা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার ভোর রাতে ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরে পার্শ্ববর্তী আব্দুল মজিদের বাড়ির পার্শ্বের এক খালে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধ প্রায় স্মৃতিহারা ছিলেন, ঠিক মতো খেয়াল রাখতে পারতেন না। সময়-অসময় শুধু নামাজের কথা বলতেন এবং যখন তখন নামাজ পড়তেন। স্মৃতি শক্তি ঠিক না থাকার কারণে তিনি যেখানে সেখানে ওজুর জন্য পানি খুঁজে বেড়াতেন। ওজুর পানি খুঁজতে গিয়ে পা পিছলে খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, উলফতদ্দিন এর মৃত্যুর ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।