মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার

ছবি-সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাহাফামুল হাসান তামিম (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার  (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রংমহল গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ওই ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, ডুলাহাজারা এলাকায় মহাসড়কে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে দ্রুত ট্রাক্টরটি ঘটনাস্থল ত্যাগ করে।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মালুমঘাট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সিরাজগঞ্জে সরকারি চাল আটক–অভিযোগের মুখে ট্যাগ কর্মকর্তা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার

প্রকাশের সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাহাফামুল হাসান তামিম (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার  (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রংমহল গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ওই ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, ডুলাহাজারা এলাকায় মহাসড়কে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে দ্রুত ট্রাক্টরটি ঘটনাস্থল ত্যাগ করে।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মালুমঘাট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।