মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতলালে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় 

জয়পুরহাটের ক্ষেতলাল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ৫ (অক্টোবর) শনিবার সন্ধ্যা ৭টায় থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি মশিউর রহমান সাংবাদিকদের বলেন, আমি এ থানায় নতুন এসেছি। সন্ত্রাস, মাদক, চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যার যার অবস্থান থেকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
এসময় উপজেলার ৩টি প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরমধ্যে আজকের পত্রিকার প্রতিনিধি আজিজার রহমান, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আজিজুল হক, যুগান্তর প্রতিনিধি হাসান আলী মন্ডল, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ওয়াকিল আহমেদ, আজকের সংবাদ প্রতিনিধি এস এম মিলন, বাংলাদেশ সময় পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ পান্না, কালেরকণ্ঠ প্রতিনিধি এম রাসেল আহমেদ, মানবজমিন প্রতিনিধি আবু হাসান, মুক্ত সকাল প্রতিনিধি আব্দুর রাজ্জাক মন্ডল প্রমূখ।
জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

ক্ষেতলালে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় 

প্রকাশের সময় : ০৯:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
জয়পুরহাটের ক্ষেতলাল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ৫ (অক্টোবর) শনিবার সন্ধ্যা ৭টায় থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি মশিউর রহমান সাংবাদিকদের বলেন, আমি এ থানায় নতুন এসেছি। সন্ত্রাস, মাদক, চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যার যার অবস্থান থেকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
এসময় উপজেলার ৩টি প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরমধ্যে আজকের পত্রিকার প্রতিনিধি আজিজার রহমান, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আজিজুল হক, যুগান্তর প্রতিনিধি হাসান আলী মন্ডল, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ওয়াকিল আহমেদ, আজকের সংবাদ প্রতিনিধি এস এম মিলন, বাংলাদেশ সময় পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ পান্না, কালেরকণ্ঠ প্রতিনিধি এম রাসেল আহমেদ, মানবজমিন প্রতিনিধি আবু হাসান, মুক্ত সকাল প্রতিনিধি আব্দুর রাজ্জাক মন্ডল প্রমূখ।