
গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে রাত দশের সদস্যরা গত ১০ অক্টোবর ভোররাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাপুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করার সময় একটি মাইক্রোবাসের ভিতরে থাকা চালক ও অপর ব্যক্তিদরেকে জিজ্ঞাসাবাদ করলেজিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের মাইক্রোবাসের ভিতরে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। তল্লাশী করে মাইক্রোবাসের চালকের সিটের পিছনের সিটের আরোহীদের পা রাখার স্থানে থাকা আনুমানিক ৩৯৬ (তিনশত ছিয়ানব্বই) বোতল ফেনসিডিলসহ দুই আরোহী ও চালক সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কামরুল হাসান ওরফে রবিন , বয়স আনুমানক ২৯ বছর, পিতার নাম-মো. আবুল কাওসার, সাং-২৮/এ/৪৬/১, ফায়ার সার্ভিস, থানা-গেন্ডারিয়া, ঢাকা, মো. সেলিম মোল্লা , বয়স আনুমানিক ৩৫ বছর , পিতার নাম-মো. বাবুল মোল্লা, সাং-পঞ্চসার জিয়সতলা, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ, ও মো. ফারাবী ইসলাম (২৫), পিতা-মো. নুরুজ্জামান, মাতা-মোছা. রহিমা বেগম, সাং-বাউরিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী । এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ ও ০৫টি মোবাইল ফোন এবং নগদ ১১,০০০/- ( এগার হাজার টাকা) উদ্ধার করা হয়। র্যাব জানায় ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 






































