
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারে নেমেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় গত বৃহস্পতিবার প্রচারে কৃষ্ণাদের কমলার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই জনসভায় তিনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে উপহাস করেছেন। খবর বিবিসি।
সুনির্দিষ্টভাবে তিনি কৃষ্ণাঙ্গ পুরুষ ভোটারদের কমলার প্রতি সমর্থন চেয়েছেন। একজন নারী প্রার্থীকে সমর্থন না দেওয়ার জন্য যেসব ওজুহাত তোলা হয়, সেগুলোকে তিরস্কার করেছেন ওবামা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে ‘পাগলের ষড়যন্ত্র তত্ত্বের’ সঙ্গে তুলনা করেন। একই দিন ট্রাম্প মিশিগানে প্রচারে কমলাকে নিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় গেছে গোটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি বারাক ওবামা। সমাবেশে তিনি বলেন, আমি সরাসরি পুরুষ ভোটারদের বলছি, বিষয়টি অত্যন্ত সমস্যাজনকÑ কেননা তারা মনে করেন না, একজন নারী প্রেসিডেন্ট হতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































