
সারাদেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো শনিবার বেলা সাড়ে এগারটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় পুজামন্ডপ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম এ কথা বলেন।
তিনি আরো বলেন পুজা উপলক্ষে সারাদেশে পুলিশ ,র্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মোতায়েন রয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেকটা বেগবান হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার শুরুতে পুলিশ হেড কোয়াটারের নির্দেশে প্রত্যেক থানায় নাগরিক কমিটি পুলিশের মন মত গঠন করা হয়, যা নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমার খুব একটা জানা নেই, তবে বিষয়টি আমি দেখব।
পুজা মন্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ তোফায়েল হোসেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ সহ আরো অনেকে।
শহিদ শেখ, শ্রীনগর প্রতিনিধি 







































