
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, তার দেশ এই ধরনের হামলা সহ্য করবে না। ভূমধ্যসাগর নিয়ে ইইউ সদস্য দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের পরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
এই নিয়ে ম্যাক্রোঁ জানান, ইসরাইলি সেনাবাহিনী ইউএনআইএফআইএল (লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন) সৈন্যদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে,যা মেনে নেয়া যায় না। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা এটি অগ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করছি। আমরা এর পুনরাবৃত্তি সহ্য করবো না। এর ফল ভয়ানক হবে।
দেশটির (লেবানন) সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের নাকুরায় জাতিসংঘের ইউএনআইএফআইএল বাহিনীর সদর দপ্তরের একটি পর্যবেক্ষণ পোস্টে গোলাবর্ষণ করে। এর আগেও গত বৃহস্পতিবারও একই ধরনের হামলায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন।
ম্যাখোঁ গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে একে ‘অপরিহার্য’ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বানই একমাত্র সংঘাতের অবসান ঘটাতে পারে। একইসঙ্গে ম্যাখোঁ আরও জানান, এটি ইসরাইলকে নিরস্ত্র করার আহ্বান নয়, এটি বিশ্বের সমস্ত ‘অতিরিক্ত অস্থিতিশীলতা’ বন্ধ করার আহ্বান। বিশ্ব জুড়ে শান্তি চাই।
গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১ হাজার ৩৫১ জন নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত এবং ১২ লক্ষের বেশি বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক। এরপর থেকে ইসরাইলে ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এর প্রতিশোধ নেবে ইরান আগেই জানিয়েছিল, অন্যদিকে ইসরাইলও পিছু হটতে নারাজ।
আন্তর্জাতিক ডেস্ক।। 




































