বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে চাইনিজ কুড়ালসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ৬৪

যশোর শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ করার প্রস্তুুতিকালে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা  মালোপাড়া গ্রামের আতর আলীর ছেলে সোহাগ,  সিতারামপুর গ্রামের রুহুল আমীনের ছেলে হৃদয় ও রাজারহাট কচুয়া নতুন বাজার ২নং ওয়ার্ড এর মৃত আলামিনের ছেলে মাহিন খাঁন তপু।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শনিবার রাতে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তাদেরকে আজ রবিবার   দুুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শাহিনুর রহমান জানান,শনিবার ১২ অক্টোবর সন্ধ্যায় গোপন সূত্রে খবর পান শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেটশাখার সামনে কতিপয় উঠতি বয়সের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপের জন্য সমবেত হয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। ডিবি পুলিশের পোশাক দেখে সেখানে থাকা উল্লেখিত সন্ত্রাসীরা পালানোর চেষ্টার এক পর্যায় তাদেরকে চ্যালেঞ্জ  করার এক পর্যায় গ্রেফতার করে। এ সময় সোহাগের দখলে থাকা একটি দেশী তৈরী চাইনিজ কুড়াল উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে রাতে দ্রুত বিচার আইনে মামলা দেন।

জনপ্রিয়

কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ 

যশোরে চাইনিজ কুড়ালসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

যশোর শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ করার প্রস্তুুতিকালে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা  মালোপাড়া গ্রামের আতর আলীর ছেলে সোহাগ,  সিতারামপুর গ্রামের রুহুল আমীনের ছেলে হৃদয় ও রাজারহাট কচুয়া নতুন বাজার ২নং ওয়ার্ড এর মৃত আলামিনের ছেলে মাহিন খাঁন তপু।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শনিবার রাতে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তাদেরকে আজ রবিবার   দুুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শাহিনুর রহমান জানান,শনিবার ১২ অক্টোবর সন্ধ্যায় গোপন সূত্রে খবর পান শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেটশাখার সামনে কতিপয় উঠতি বয়সের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপের জন্য সমবেত হয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। ডিবি পুলিশের পোশাক দেখে সেখানে থাকা উল্লেখিত সন্ত্রাসীরা পালানোর চেষ্টার এক পর্যায় তাদেরকে চ্যালেঞ্জ  করার এক পর্যায় গ্রেফতার করে। এ সময় সোহাগের দখলে থাকা একটি দেশী তৈরী চাইনিজ কুড়াল উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে রাতে দ্রুত বিচার আইনে মামলা দেন।