
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামীকাল মঙ্গলবারের (১৫ অক্টোবর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে । এর প্রভাবে বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া চলতি মাসে সৃষ্টি হতে পারে আরও তিনটি লঘুচাপ। যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আগামীকাল মঙ্গলবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে মৌসুমি বায়ু বিদায় নিলেও মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে অন্তত তিনটি লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হবে।
কয়েক বছরের মধ্যে গেল সেপ্টেম্বরে ৩৩ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে দেশে। এমন আবহাওয়ায় এবারের শরৎ কাটছে জলভরা মেঘলা আকাশ নিয়েই।
জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, আশঙ্কা করা হচ্ছে আসন্ন তিনটি লঘুচাপের অন্তত একটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর ফলে বৃষ্টির আগে বাড়বে গরম। তাই এবারের কার্তিকে শীতের চিরায়ত চরিত্রেও হেরফের হতে পারে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আরও স্পষ্ট হচ্ছে দেশে।
নিজস্ব প্রতিবেদক 






































