
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার যশোর বোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ। যা গত বছর ২০২৩ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৬৯.৮৮ শতাংশ। গত বছরের তুলনায় এবার এ বোর্ডে পাসের হার কম।
আজ মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার তার সভাকক্ষে এ ফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন- শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১ লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী এবং উত্তীর্ণ হয়েছেন ৭৮ হাজার ৭৬৪ জন।
যশোর প্রতিনিধি 







































