
এবার খুলনা-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, সহিংসতা ও বিস্ফোরকের ৩ মামলায় বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকার মেয়ের বাসা থেকে র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান ২০০৯ সালে পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১৯ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান। কিন্তু ওই ভোটে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (কয়রা-পাইকগাছা) থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে তিনিও পালিয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদক 







































