শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্বামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবির (৫৮) মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গুরিন্দা গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, ঘটনার দিন গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে নসু ঘরামীর প্রথম পক্ষের মেয়ে আসমার পৈতৃক সূত্রে পাওয়া বিবাদমান ৬ শতক জমিতে ঘর তুলতে যায় আসামিসহ তার দুই ভাই রিপন ও হাসান। এতে নসু ঘরামীর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির আগের স্বামীর ঘরের সন্তান শামিম ও শাহিন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নসু ঘরামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বেগম গুরুতর আহত হন। পরিবারের লোকজন গুরুতর আহত আমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান জানান, একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্বামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবির (৫৮) মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গুরিন্দা গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, ঘটনার দিন গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে নসু ঘরামীর প্রথম পক্ষের মেয়ে আসমার পৈতৃক সূত্রে পাওয়া বিবাদমান ৬ শতক জমিতে ঘর তুলতে যায় আসামিসহ তার দুই ভাই রিপন ও হাসান। এতে নসু ঘরামীর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির আগের স্বামীর ঘরের সন্তান শামিম ও শাহিন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নসু ঘরামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বেগম গুরুতর আহত হন। পরিবারের লোকজন গুরুতর আহত আমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান জানান, একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।