বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় “বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন ” এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পৌরশহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এসে মানববন্ধন করেন উপজেলার ৮টি ইউনিয়নের ৯৬ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা।
এ সময় তাদেরকে নির্দিষ্ট মেয়াদের আগে যেন অন্তর্বর্তী সরকার কর্তৃক অপসারণ না করা হয় সেই দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দলমত নির্বিশেষে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি আমরা কোন দলের প্রার্থী ছিলাম না সংবিধান অনুযায়ী আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছি তাই আমাদের এপদ থেকে অব্যাহতি দেওয়া হলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন ও চরম ভোগান্তিতে পড়বে। তাই আমাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত না রাখা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা ইতিমধ্যে দেখেছি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভাসহ উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এও দেখছি যেন দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্যদের নাকি অপসারণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা বরাবরে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের সদস্যগণের একটি লিখিত  স্মারকলিপি পেয়েছি। সেটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে ।
জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের মানববন্ধন 

প্রকাশের সময় : ০৭:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় “বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন ” এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পৌরশহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এসে মানববন্ধন করেন উপজেলার ৮টি ইউনিয়নের ৯৬ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা।
এ সময় তাদেরকে নির্দিষ্ট মেয়াদের আগে যেন অন্তর্বর্তী সরকার কর্তৃক অপসারণ না করা হয় সেই দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দলমত নির্বিশেষে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি আমরা কোন দলের প্রার্থী ছিলাম না সংবিধান অনুযায়ী আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছি তাই আমাদের এপদ থেকে অব্যাহতি দেওয়া হলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন ও চরম ভোগান্তিতে পড়বে। তাই আমাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত না রাখা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা ইতিমধ্যে দেখেছি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভাসহ উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এও দেখছি যেন দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্যদের নাকি অপসারণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা বরাবরে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের সদস্যগণের একটি লিখিত  স্মারকলিপি পেয়েছি। সেটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে ।