
মৌলভীবাজার জেলার বড়লেখায় জিয়া পরিষদের উদ্যোগে কর্মীসভা এবং জিয়া পরিষদের পৌর কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুমনের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার (১৬ই অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের রেলওয়ে মার্কেট এলাকায় বড়লেখা উপজেলা জিয়া পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাহার উদ্দিন।অনুষ্ঠানে বড়লেখা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ ও জিয়া পরিষদের পৌর কমিটির সহ-সাধারণ সম্পাদক শামিম আহমদের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, বড়লেখা উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য কাজী ডালিম, বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোহাম্মদ মুজিব, বড়লেখা পৌর শাখা যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিক, বড়লেখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, জিয়া পরিষদের বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি নজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী জয়দুল ইসলাম কফিল প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিয়া পরিষদের পৌর শাখার সভাপতি বাবর হোসেন আপন।এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও জিয়া পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিমির বনিক,মৌলভীবাজার ।। 





































