শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালে গোসল করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় খালে গোসল করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সুতারকান্দা গ্রামে একটি খালে গোসল করা নিয়ে অনিক মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী লিয়াকত মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এ সময় অনিককে চড় থাপ্পড় ও মারধর করা হয়। এরই জেরে বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১৪ জন আহত হন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষের  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

যশোরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

খালে গোসল করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

প্রকাশের সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় খালে গোসল করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সুতারকান্দা গ্রামে একটি খালে গোসল করা নিয়ে অনিক মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী লিয়াকত মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এ সময় অনিককে চড় থাপ্পড় ও মারধর করা হয়। এরই জেরে বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১৪ জন আহত হন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষের  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।