
নব্বই দশকের জনপ্রিয় সংগীত শিল্পী মনি কিশোর আর নেই। শনিবার রাত ১২ টায় রামপুরা তার বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এটি নিশ্চিত করেছেন মনি কিশোরের বাড়িওয়ালা দোহা। তিনি বলেন, গত তিন দিন ধরে তাকে ফোনে পাচ্ছিলাম না। পরে আজ তার বাসায় খুঁজতে আসি। বাসায় সামনে আসার পর ভেতর থেকে পচা গন্ধ পাই। এরপর আমি পুলিশকে খবর দিই। তারা এসে লাশ উদ্ধার করে।’
রামপুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন। তিনি বলেন,রামপুরা টিভি সেন্টার রোডের ৩৩৫ নম্বর বাড়ির একটি ফ্লাটে শিল্পী মনি একা থাকতেন। গত কয়েক দিন ধরে তিনি বাসা থেকে বের না হওয়ায় বাড়ির মালিক বিষয়টি সন্দেহ করে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে। তিনি তিন চারদিন আগে মারা গিয়েছেন। শুনেছি তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মময়নাতদন্তের পর বাকি সব বলতে পারবো’।
গান গাওয়ার পাশাপাশি মনি কিশোর কথা ও সুরও করতেন। তার কণ্ঠের ‘কি ছিলে আমার’, ‘মুখে বলো ভালোবাসি, ‘আমি মরে গেলে জানি, ‘ফুল ঝরে তারা ঝরে’সহ এমন অনেক গানই আজও শ্রোতাদের মুখে শোনা যায়।
বিনোদন ডেস্ক 






































