
বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন কর্তৃক বেনাপোল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামরুজ্জামান শান্তির ওপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) সকালে বেনাপোল হাইস্কুলের সামনে বন্দরের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়।
গত ৫ আগস্টের পর বেনাপোল কলেজের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটির করার সিদ্ধান্ত করা হয়। তারই পরিপক্ষিতে ভোটাভুটির মাধ্যমে কমিটি গঠন করা হয়। নুরুজ্জামান লিটনকে সভাপতি ও জামাতের সমর্থক মুজিবর রহমানকে শিক্ষানুরাগী প্রস্তাব করা হয়। এর সূত্র ধরে গতকাল রবিবার (২০ অক্টোবর) সকাল ১০ টার দিকে বেনাপোলের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন দলবল নিয়ে কলেজ প্রিন্সিপালের অফিসে হামলা চালায়। অকথ্যভাষায় গালিগালাজ করেন এবং তাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আজ (সোমবার) বেনাপোল হাইস্কুলের সামনে বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থী রুমা খাতুন বলেন, প্রিন্সিপাল কামরুজ্জামানের অফিসে ঢুকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারী সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলনকে দল থেকে বহিস্কার ও তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। মিলন চেয়ারম্যান দল থেকে বহিস্কার ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
স্টাফ রিপোর্টার 







































