
পেরুর সাবেক সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডোকে ২০ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ঘুষের মামলায় এই কারাদণ্ড দেয়া হয় তাকে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
টলেডোর বিরুদ্ধে একটি ফ্রিওয়ে নির্মাণ চুক্তির বিনিময়ে ব্রাজিলের নির্মাণ সংস্থার কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। দোষী সাব্যস্ত হলে তাকে সোমবার (২১ অক্টোবর) ২০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
টলেডো গত সপ্তাহে একটি শুনানিতে বলেছিলেন, তিনি ক্যান্সারজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছেন।
তিনি বলেন, আমি একটি প্রাইভেট ক্লিনিকে যেতে চাই। আমি অনুরোধ করছি দয়া করে আমাকে ভাল হতে দিন বা বাড়িতে মারা যেতে দিন।
৭৮ বছর বয়সী টলেডো, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর দায়িত্বে ছিলেন। রাজনৈতিক সুবিধার বিনিময়ে ঘুষের প্রচারণার জন্য এখনও পর্যন্ত দেওয়া কঠোরতম শাস্তিগুলির মধ্যে একটি পেয়েছেন এই নেতা।
অবশ্য এক বছরব্যাপী বিচার চলাকালী টলেডো ক্রমাগতভাবে তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং ঘুষের প্রচারণার অভিযোগ অস্বীকার করেছিলেন।
টলেডোকে প্রথম ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছিল। বছরের পর বছর ধরে আইনি বিতর্কের পরে ২০২২ সালে তাকে পেরুতে ফেরত পাঠানো হয়।
আন্তর্জাতিক ডেস্ক 







































