
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর জামালপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিনিয়ার মনিরুল হক মনিরকে আহবায়ক,ইঞ্জিনিয়ার ইমরান সরকার, মো:সিরাজ মিয়া, খুরশেদ আলম মুন্না, আব্বাছ আলী দোলন, আল আমিন খান, এরশাদ মন্ডল, জাকারিয়া খান, ইঞ্জিনিয়ার টিপু সুলতান ও ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং ইঞ্জিনিয়ার রকিবুল হাসানকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটিতে ইঞ্জিনিয়ার আলী আহম্মদ মিষ্টার, বাদল হাসান নোবেল, আসাদুজ্জামান, সাকিবুল হাসান সজিব,গোলাম মোক্তাদির আবদুল্লাহ,সেলিম মাহবুব, মানিক মিয়া,রবিন মিয়া,শরিফ মিয়া,পলাশ মিয়া ও আসলাম হোসেনকে সদস্য করা হয়েছে।
সোমবার রাতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর (কেন্দ্রীয় কমিটি) আহবায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ.বি.এম রুহুল কবীর আকন্দ এই কমিটির অনুমোদন দিয়েছেন। আহবায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি 







































