শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে গ্রেপ্তার ৪১ বাংলাদেশি

ছবি-সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানিতলা থানা এলাকা থেকে ৪১ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে কাজ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ এই বাংলাদেশিদের আটক করে। অধিকাংশ গ্রেপ্তারকৃতরা রাজশাহী জেলার বাসিন্দা এবং তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার চারজন বাংলাদেশিকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। বাকিদের লালবাগ আদালতে হাজির করে জেল হেফাজতের আবেদন করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও এত সংখ্যক বিদেশি একসাথে ধরা পড়েনি।

বাগবাঙ্গোলা এসডিপিও (উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা) উত্তম গড়াই মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ রানিতলা থানা এলাকার নাসিপুর-সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানিয়েছে, এই বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। ভারত এবং বাংলাদেশের কিছু দালালের সহায়তায় তারা পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে যেতেন।

গত দুই বছর ধরে তারা মুর্শিদাবাদের কানাপাড়া, চর লাবাঙ্গোলা, কাটলামারি ও বীরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করতেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন স্থানে কাজ করছিলেন।

জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

ভারতে গ্রেপ্তার ৪১ বাংলাদেশি

প্রকাশের সময় : ১০:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানিতলা থানা এলাকা থেকে ৪১ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে কাজ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ এই বাংলাদেশিদের আটক করে। অধিকাংশ গ্রেপ্তারকৃতরা রাজশাহী জেলার বাসিন্দা এবং তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার চারজন বাংলাদেশিকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। বাকিদের লালবাগ আদালতে হাজির করে জেল হেফাজতের আবেদন করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও এত সংখ্যক বিদেশি একসাথে ধরা পড়েনি।

বাগবাঙ্গোলা এসডিপিও (উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা) উত্তম গড়াই মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ রানিতলা থানা এলাকার নাসিপুর-সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানিয়েছে, এই বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। ভারত এবং বাংলাদেশের কিছু দালালের সহায়তায় তারা পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে যেতেন।

গত দুই বছর ধরে তারা মুর্শিদাবাদের কানাপাড়া, চর লাবাঙ্গোলা, কাটলামারি ও বীরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করতেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন স্থানে কাজ করছিলেন।