
দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল ব্রাহ্মণগাঁও গ্রামে বিকেলে স্থানীয় বিএনপি নেতা দিলবর এর ওপরে হামলা করেছে সন্ত্রাসীরা । হামলায় তার শরীরের বিভিন্ন অংশ যখম হয়েছে । আহত দিলবর জানিয়েছেন, বিকেলে স্থানীয় শফী, সোহেল, রনি রুবেল ,সুব্রত ,শাকিল ও রাশেদ সহ প্রায় ১৫-২০ জন এর একটি গ্রুপ ব্রাহ্মণ গাও কাওটাইল গ্রামে অবস্থিত বিএনপি নেতা আতাউর রহমানের বাড়িতে হামলা চালায় । আতাউরের উপরে হামলা সময় বিএনপি নেতা দিলবর এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করেন । এ সময তার উপরে লাঠি সোটা দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা । এক পর্যায়ে এলাকাবাসীর ডাক চিৎকারে পালিয়ে যায় । আমরা সময় সন্ত্রাসীরা দিলবরের জামা কাপড় ছিড়ে ফেলে এবং পকেটে থাকা পনের হাজার টাকা লুট করে নিয়ে যায় । এলাকাবাসী আহত অবস্থায় দিলবরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দিয়েছে ।
দিলবর অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান সহ তিনি এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। সম্প্রতি একটি মহল এলাকায় নিরীহ গ্রামবাসীর উপরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল । এ ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি পক্ষ আতাউরসহ বিভিন্ন নেতাকর্মীদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছিল ।
আহত বিএনপি নেতা দিলবর আসামিদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এদিকে স্থানীয় ব্রাহ্মণ গাও গ্রামের এলাকার বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা সহ আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 







































