মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে চাকলাদার কমপ্লেক্স মার্কেটের জায়গা দখল করে রমরমা মাদক ব্যবসা

দক্ষিণ কেরানীগঞ্জের নাগরমহল রোডে চাকলাদার কমপ্লেক্স মার্কেটের দোকান ও জায়গা দখল করে মাদক সেবীদের চলছে রমরমা মাদকের ব্যবসা। এই মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা পরেছে বিপাকে। প্রতিবাদ করলেই তাদের হামলা ও দোকান ভাংচুর করা হয়। দিনে রাতে এই মার্কেটের ভিতরে মাদক সেবন বেচাকেনা ও জুয়ার আসর বসানোর অভিযোগ করেছে মার্কেটের সাধারণ ব্যবসায়ী ও কারখানার মালিকরা । এছাড়া এলাকাবাসী এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বখাটে মাদক সেবীরা চাকলাদার মার্কেটের নিচতলা থেকে শুরু করে চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন জায়গায় বসে এই ধরনের কর্মকাণ্ড করে আসছে । অনেক মাদক ব্যবসায়ী আবার দোকান ঘর ও কারখানাগুলোর ভিতরে জোরপূর্বক ঢুকে জুয়া খেলে ও মাদক সেবন করে । এলাকার কারখানা মালিক ও দোকান মালিক দের পক্ষ থেকে, করিম, জব্বার, রহিম, মান্নান, বাদল, শহিদুল, রফিক, মন্টু ও লিটন সারে জমিনে প্রতিবেদন তৈরির সময় এই প্রতিনিধিকে জানান যে, দীর্ঘদিন ধরে মার্কেটের ভিতরে অনেক দোকান এবং কারখানার ভিতরে মাদক সেবীরা সঙ্ঘবদ্ধ হয়ে জোরপূর্বক দখল করে এই ধরনের মাদকাসক্তের আখড়া বসার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসা করতে পারছেন না। অনেক ভাড়াটিয়া দোকানদার আছে জীবনের ভয়ে এদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না । অনেকে এর প্রতিবাদ করলে তাদেরকে মাদক সেবীরা সবাই মিলে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুর ও হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

মার্কেটের ব্যবসায়ী ও পাশের দোকানদাররা জানিয়েছেন, মাদক সেবী বিপ্লব, হোসেন, নুরুজ্জামান, জাহাঙ্গীর, বাবুল, সুমন ও হোসেন সহ প্রায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন যাবত চাকলাদার মার্কেটের ভিতরে মাদক বেচাকেনা সহ কারখানার ভিতরে জুয়ার আসর বাসায় । এদের ভয়ে অনেকে সাহস করে কিছু বললে অথবা প্রতিবাদ করলে তাদেরকে সবাই মিলে এসে দোকানপাটে আমরা সহ ভাঙচুর করে । এরই মধ্যে বিভিন্ন দোকান ও কারখানায় একাধিক ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মাদক সেবিদের ব্যবসা ও উপস্থিতিতে বাধা দিলেই নেমে আসে অত্যাচার নির্যাতন । এই কারণে এই মার্কেটের অনেক ভাড়াটিয়া , দোকানদার বাধ্য হয়েই দোকান ছেড়ে অন্যত্র চলে গেছে। যারা রয়েছেন তারা মুখ বুজে সহ্য করে ব্যবসা করছেন । একেতো ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নয়, তার উপরে মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে চাকলাদার মার্কেটের কারখানার মালিক ও দোকানদাররা । অপরদিকে চাকলাদার কমপ্লেক্স মার্কেট এর বিপরীতে লাল বানু বাইতুল আমান জামে মসজিদের স্থানীয় মুসল্লীরা অভিযোগ করেছেন যে, চাকলাদার মার্কেটে মাদক সেবনকারী বিক্রেতা ও জুয়ার আসর বসার কারণে প্রায় এই মার্কেটের ভিতরে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
এতে করে মসজিদে আগত মুসল্লিদের পরতে হচ্ছে চরম বিরম্বনায় । এ বিষয়ে অতিতে এলাকাবাসী দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাধারণ মুসল্লীরা । সাধারণ কারখানার মালিক ও দোকানদাররা অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধের জন্য ঢাকা জেলা প্রশাসন, কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন । তার অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি করেছেন।
জনপ্রিয়

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় বেনাপোলে বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

কেরানীগঞ্জে চাকলাদার কমপ্লেক্স মার্কেটের জায়গা দখল করে রমরমা মাদক ব্যবসা

প্রকাশের সময় : ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দক্ষিণ কেরানীগঞ্জের নাগরমহল রোডে চাকলাদার কমপ্লেক্স মার্কেটের দোকান ও জায়গা দখল করে মাদক সেবীদের চলছে রমরমা মাদকের ব্যবসা। এই মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা পরেছে বিপাকে। প্রতিবাদ করলেই তাদের হামলা ও দোকান ভাংচুর করা হয়। দিনে রাতে এই মার্কেটের ভিতরে মাদক সেবন বেচাকেনা ও জুয়ার আসর বসানোর অভিযোগ করেছে মার্কেটের সাধারণ ব্যবসায়ী ও কারখানার মালিকরা । এছাড়া এলাকাবাসী এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বখাটে মাদক সেবীরা চাকলাদার মার্কেটের নিচতলা থেকে শুরু করে চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন জায়গায় বসে এই ধরনের কর্মকাণ্ড করে আসছে । অনেক মাদক ব্যবসায়ী আবার দোকান ঘর ও কারখানাগুলোর ভিতরে জোরপূর্বক ঢুকে জুয়া খেলে ও মাদক সেবন করে । এলাকার কারখানা মালিক ও দোকান মালিক দের পক্ষ থেকে, করিম, জব্বার, রহিম, মান্নান, বাদল, শহিদুল, রফিক, মন্টু ও লিটন সারে জমিনে প্রতিবেদন তৈরির সময় এই প্রতিনিধিকে জানান যে, দীর্ঘদিন ধরে মার্কেটের ভিতরে অনেক দোকান এবং কারখানার ভিতরে মাদক সেবীরা সঙ্ঘবদ্ধ হয়ে জোরপূর্বক দখল করে এই ধরনের মাদকাসক্তের আখড়া বসার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসা করতে পারছেন না। অনেক ভাড়াটিয়া দোকানদার আছে জীবনের ভয়ে এদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না । অনেকে এর প্রতিবাদ করলে তাদেরকে মাদক সেবীরা সবাই মিলে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুর ও হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

মার্কেটের ব্যবসায়ী ও পাশের দোকানদাররা জানিয়েছেন, মাদক সেবী বিপ্লব, হোসেন, নুরুজ্জামান, জাহাঙ্গীর, বাবুল, সুমন ও হোসেন সহ প্রায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন যাবত চাকলাদার মার্কেটের ভিতরে মাদক বেচাকেনা সহ কারখানার ভিতরে জুয়ার আসর বাসায় । এদের ভয়ে অনেকে সাহস করে কিছু বললে অথবা প্রতিবাদ করলে তাদেরকে সবাই মিলে এসে দোকানপাটে আমরা সহ ভাঙচুর করে । এরই মধ্যে বিভিন্ন দোকান ও কারখানায় একাধিক ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মাদক সেবিদের ব্যবসা ও উপস্থিতিতে বাধা দিলেই নেমে আসে অত্যাচার নির্যাতন । এই কারণে এই মার্কেটের অনেক ভাড়াটিয়া , দোকানদার বাধ্য হয়েই দোকান ছেড়ে অন্যত্র চলে গেছে। যারা রয়েছেন তারা মুখ বুজে সহ্য করে ব্যবসা করছেন । একেতো ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নয়, তার উপরে মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে চাকলাদার মার্কেটের কারখানার মালিক ও দোকানদাররা । অপরদিকে চাকলাদার কমপ্লেক্স মার্কেট এর বিপরীতে লাল বানু বাইতুল আমান জামে মসজিদের স্থানীয় মুসল্লীরা অভিযোগ করেছেন যে, চাকলাদার মার্কেটে মাদক সেবনকারী বিক্রেতা ও জুয়ার আসর বসার কারণে প্রায় এই মার্কেটের ভিতরে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
এতে করে মসজিদে আগত মুসল্লিদের পরতে হচ্ছে চরম বিরম্বনায় । এ বিষয়ে অতিতে এলাকাবাসী দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাধারণ মুসল্লীরা । সাধারণ কারখানার মালিক ও দোকানদাররা অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধের জন্য ঢাকা জেলা প্রশাসন, কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন । তার অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি করেছেন।