
ঢাকার সাভারে একটি আঞ্চলিক সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা এক যুবকের (২৬) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভার পৌরসভার জামসিং ডেউটি এলাকায় সড়কের পাশে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ভুট্টুমিয়া সাংবাদিকদের জানান, আজ সকালে জামসিংয়ের ডেউটি এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতনামা এক যুবককের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। মরদেহটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানায় ফোন করে পুলিশে খবর দেয় তারা।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
সাভার প্রতিনিধি 







































