
আজ শনিবার সকাল থেকে ঢাকা মহাসড়কের হাসনাবাদ এলাকায় পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “পরিচ্ছন্ন কেরানীগঞ্জ” এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
দিনব্যাপী এই পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ঢাকা মাওয়া মহা সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেয় সংগঠনের সদস্যরা। এই সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তারা সকাল থেকে বিকেল পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন ।
তারা বলেন, এলাকার সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানে পরিচ্ছন্ন কেরানীগঞ্জের প্রায় ৫০ জন সদস্য অংশ গ্রহণ করেছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনের ছেলে মেয়েরা রাস্তার পাশের ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে বস্তায় ভরে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। পরিচ্ছন্ন অভিযানের সদস্যরা বলেন, তারা বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ।তারা গড়ে তুলেছেন এ সংগঠন । সুন্দর দেশ গড়ার প্রত্যয় নিয়ে এই সংগঠনের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে এলাকার বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন । দেশ আমার ,গ্রাম আমার, আমার রাস্তাঘাট, আমরা করব পরিষ্কার, দেশ হবে সুন্দর এই প্রত্যয় ব্যক্ত করে তারা এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে কেরানীগঞ্জে।
দেলোয়ার হোসেন , ঢাকা ব্যুরো 






































