বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপের অন্যরকম রেকর্ড

ছবি-সংগৃহীত

মর্যাদার লড়াইয়ে তার কাছ থেকে সেরাটা আশা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি কিলিয়ান এমবাপে। উল্টো গড়েছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড।

লা লিগা মৌসুমের প্রথম ক্লাসিকোয় ঘরের মাঠে শনিবার ৪-০ গোলে হতাশার হারের ম্যাচে দারুণ সব সুযোগ নষ্ট করেছেন এমবাপে। দুইবার জালে বল পাঠিয়ে উদযাপন করেও তা পূর্ণতা পায়নি অফসাইডের ফাঁদে পড়ায়। কেবল এই দুবার নয়, বার বার তিনি পড়েছেন একই ফাঁদে।

ম্যাচের প্রথমার্ধেই ফরাসি তারকা অফসাইডে পড়েন ছয়বার। পুরো ক্যারিয়ারেই এক ম্যাচে এতবার অফসাইডের ফাঁদে পড়েননি তিনি। দ্বিতীয়ার্ধে আরও দুইবার অফসাইড হয়ে বেড়ে যায় তার হতাশার ব্যক্তিগত রেকর্ড।

সব মিলিয়ে এক ম্যাচে আটবার অফসাইড, বেশ কয়েকটি সুযোগ নষ্ট, গোল না পাওয়া এবং অবশেষে দলের বিশাল ব্যবধানে হার- সব মিলিয়ে ক্যারিয়ারের প্রথম ক্লাসিকো ভুলে যেতে চাইবেন বিশ্বকাপজয়ী এই ফরোয়য়ার্ড।

বার্সেলোনার ’হাই লাইন’ রক্ষণ কৌশলে বার বার আটকা পড়েছে রিয়াল। ম্যাচে মোট ১২ বার অফসাইডের ফাঁদে পড়েছে স্বাগতিকরা। এর মধ্যে আটবার একাই হয়েছেন এমবাপে। লা লিগায় গত ১৫ মৌসুমে এক ম্যাচে কোনো ফুটবলারের যৌথভাবে সবচেয়ে বেশি অফসাইড হওয়ার নজির এটি।

ম্যাচের পর এমবাপের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও।

তার (এমবাপের) পজিশন নিয়ে আমরা একটু ঝুঁকিই নিয়েছিলাম। জানতাম যে তারা (বার্সেলোনা) ‘হাই লাইন’ রক্ষণ সাজিয়ে খেলছে, কিন্তু বারবার সামান্য একটুর জন্য আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এছাড়াও সে আরও তিন-চারটি সুযোগ পেয়েছিল। কিন্তু আমাদের যখন একটু বেশি প্রয়োজন কাজে লাগানোর, সে তা পারেনি।

টানা চার ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর প্রবল প্রতাপে ফিরল বার্সেলোনা। লা লিগার পয়েন্ট তালিকায়ও তারা এগিয়ে গেল ৬ পয়েন্টের ব্যবধানে।

জনপ্রিয়

দেশের উদ্দেশ্যে বাসভবন ছাড়লেন তারেক রহমান

এমবাপের অন্যরকম রেকর্ড

প্রকাশের সময় : ০২:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

মর্যাদার লড়াইয়ে তার কাছ থেকে সেরাটা আশা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি কিলিয়ান এমবাপে। উল্টো গড়েছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড।

লা লিগা মৌসুমের প্রথম ক্লাসিকোয় ঘরের মাঠে শনিবার ৪-০ গোলে হতাশার হারের ম্যাচে দারুণ সব সুযোগ নষ্ট করেছেন এমবাপে। দুইবার জালে বল পাঠিয়ে উদযাপন করেও তা পূর্ণতা পায়নি অফসাইডের ফাঁদে পড়ায়। কেবল এই দুবার নয়, বার বার তিনি পড়েছেন একই ফাঁদে।

ম্যাচের প্রথমার্ধেই ফরাসি তারকা অফসাইডে পড়েন ছয়বার। পুরো ক্যারিয়ারেই এক ম্যাচে এতবার অফসাইডের ফাঁদে পড়েননি তিনি। দ্বিতীয়ার্ধে আরও দুইবার অফসাইড হয়ে বেড়ে যায় তার হতাশার ব্যক্তিগত রেকর্ড।

সব মিলিয়ে এক ম্যাচে আটবার অফসাইড, বেশ কয়েকটি সুযোগ নষ্ট, গোল না পাওয়া এবং অবশেষে দলের বিশাল ব্যবধানে হার- সব মিলিয়ে ক্যারিয়ারের প্রথম ক্লাসিকো ভুলে যেতে চাইবেন বিশ্বকাপজয়ী এই ফরোয়য়ার্ড।

বার্সেলোনার ’হাই লাইন’ রক্ষণ কৌশলে বার বার আটকা পড়েছে রিয়াল। ম্যাচে মোট ১২ বার অফসাইডের ফাঁদে পড়েছে স্বাগতিকরা। এর মধ্যে আটবার একাই হয়েছেন এমবাপে। লা লিগায় গত ১৫ মৌসুমে এক ম্যাচে কোনো ফুটবলারের যৌথভাবে সবচেয়ে বেশি অফসাইড হওয়ার নজির এটি।

ম্যাচের পর এমবাপের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও।

তার (এমবাপের) পজিশন নিয়ে আমরা একটু ঝুঁকিই নিয়েছিলাম। জানতাম যে তারা (বার্সেলোনা) ‘হাই লাইন’ রক্ষণ সাজিয়ে খেলছে, কিন্তু বারবার সামান্য একটুর জন্য আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এছাড়াও সে আরও তিন-চারটি সুযোগ পেয়েছিল। কিন্তু আমাদের যখন একটু বেশি প্রয়োজন কাজে লাগানোর, সে তা পারেনি।

টানা চার ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর প্রবল প্রতাপে ফিরল বার্সেলোনা। লা লিগার পয়েন্ট তালিকায়ও তারা এগিয়ে গেল ৬ পয়েন্টের ব্যবধানে।