
টানা দুই দিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়।বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে গতকাল রবিবার (২৭ অক্টোবর) প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে গত শনিবার ও রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
সোমবার সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মহসিন মিলন জানান, বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে গতকাল আধুনিকমানের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে গত শনিবার ও রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারতে বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তবে টানা ২দিন বন্ধ থাকার কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর এলাকায় কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ওপারে দাঁড়িয়ে আছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক। তবে রবিবার ৭ ঘণ্টা বাংলাদেশি কোন পাসপোর্ট যাত্রীকে ওপারে যেতে দেওয়া হয়নি।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার 



















