
আগামীকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদ নিয়ে বোঝাপড়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারটি মঙ্গলবার বিকাল ৪ টায় জগন্নাথ বিশ্বিবদ্যালয়ের বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের ২২২ নং কক্ষে অনুষ্ঠিত হবে।
জবি শীক্ষার্থীদের দ্বারা প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘চিন্তক’ এর আয়োজিত এই সেমিনারে বক্তব্য রাখবেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। সেমিনারে আরও বক্তব্য রাখবেন মাসিক ‘সাম্যবাদ’এর সম্পাদক ডা: জয়দীপ ভট্টাচার্য।
অধ্যাপক আনু মুহাম্মদ গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং ত্রৈমাসিক জার্নাল ‘সর্বজন কথা’ এর সম্পাদক।
এই বিষয়ে ‘চিন্তকে’র সম্পাদক ইভান তাহসিব বলেন, পূর্বের সরকার ব্যবস্থা একটি ফ্যাসিবাদি কাঠামোর মধ্যেই ছিলো। জুলাই অভ্যুত্থানের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত হয়েছি। আমরা অনেকে ফ্যাসিবাদ সম্পর্কে বুঝতে পেরেছি, অনেকে বুঝতে পারিনি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে ফ্যাসিবাদ নিয়ে যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে সামনের দিনগুলোতে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। আমরা সামনের দিন গুলোতে সেই ফ্যাসিবাদকে ঠেকাতে পারবো না। ফ্যাসিবাদ নিজেই একটা ব্যবস্থা তৈরি করে। এটা যে শুধু একটা দলের বিষয় নই, এই বিষয়টি আমরা সামনে নিয়ে আসতে চাই।
জবি প্রতিনিধি।। 



























