রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ এখন জালিম লীগে পরিণত হয়েছে : এ্যাড. মশিউল আলম

বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম বলেছেন, আওয়ামীলীগকে জনগণ এখন জালিম লীগ বলছেন। এদের নাম জালিমদের কাতারে শামিল হয়েছে। আওয়ামী লীগের নিরীহ মানুষের উপরে নির্যাতন, অত্যাচার ,জুলুম করার কারণে আজ সারাদেশে সাধারণ মানুষ এদেরকে জালিম হিসেবে আখ্যা দিয়েছে। জুলুমের কারণে আল্লাহ তাদেরকে আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছে। এরা নিরপরাধ মানুষদের ইসলামের পথে চলার ও পালন করার ক্ষেত্রে  বাধা দিয়েছে । যারা আল্লাহর পথে চলতে এবং আল্লাহর আইন বাস্তবায়ন করতে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলা ও নির্যাতন করে ক্ষান্ত হয়নি , জালিম লীগ বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের ফাঁসি দিয়েছেন।  তারপরও এরা এদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে পারেনি।
তিনি আরো বলেন ,আওয়ামী লীগের ইচ্ছা ছিল বাংলাদেশ থেকে চিরতরে ইসলামের এবং কোরআনের বাণী মুছে ফেলার। শেখ মুজিব ক্ষমতায় গিয়ে এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের লগো থেকে কোরআনের আয়াত বাদ দিয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলাম শব্দ মুছে ফেলেছে। শেখ মুজিব কোরআনের বাণী সহ্য করতে পারত না , তাই সে এই ধরনের কর্মকান্ড করেছে।  তিনি বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশে আন্দোলন করে আসার কারণেই আওয়ামী লীগ তাদেরকে ভয় পেত। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামিকে দমিয়ে রাখার জন্য আওয়ামী লীগ বার বার জুলুম, নির্যাতন চালিয়ে আসছিল এই সংগঠনের নেতাকর্মীদের উপরে।
২৮ অক্টোবর ২০০৬ সালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছিল জামাত শিবিরের নেতাকর্মীদের। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত ছিল না, নিহত শহীদ ভাইদের লাশের উপরে উঠে  লগি বৈঠা নিয়ে নিয়ে উন্মাদনা করছিল। এই ধরনের কর্মকাণ্ড কখনোই ভুলতে পারে না এদেশে তৌহিদী জনতা ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এডভোকেট মসুল আলম আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ২৮ অক্টোবর স্মরণে আয়োজিত সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন ।
আজ সোমবার ২৮ অক্টোবর ২০২৪ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে  দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী  চৌরাস্তায় বিকেলে  সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।
এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসাইন।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ সেক্রেটারি এবিএম কামাল হুসাইন, জেলা সদস্য এডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির মোঃ ইলিয়াস, কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব আমির ডাক্তার ইমাদুল  ইসলাম,  দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা থানা শাখা সেক্রেটারি আহমেদ আলী সরদার, কেরানীগঞ্জ মডেল থানা আমির আব্দুর রহিম মজুমদার, নবাবগঞ্জ উপজেলা আমির মোঃ ইব্রাহিম খলিল ও ঢাকা জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দক্ষিণ এর সভাপতি মোঃ মাহবুবুর রহমান প্রমূখ ।
বিকেল থেকে অনুষ্ঠিত এই সমাবেশ শেষে রাতে সাধারণ মানুষের জন্য  ২৮ অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় । এ সময় কদমতলীতে বড় প্রজেক্টরের এর মাধ্যমে হারে অক্টোবরের হত্যাকাণ্ডের ভিডিও প্রচার করা হয় । উক্ত সমাবেশ ও আলোকচিত্র  প্রদর্শনী অনুষ্ঠানে ঢাকা জেলা দক্ষিণ  বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মী সহ সাধারণ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন ।
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

আওয়ামী লীগ এখন জালিম লীগে পরিণত হয়েছে : এ্যাড. মশিউল আলম

প্রকাশের সময় : ০৯:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম বলেছেন, আওয়ামীলীগকে জনগণ এখন জালিম লীগ বলছেন। এদের নাম জালিমদের কাতারে শামিল হয়েছে। আওয়ামী লীগের নিরীহ মানুষের উপরে নির্যাতন, অত্যাচার ,জুলুম করার কারণে আজ সারাদেশে সাধারণ মানুষ এদেরকে জালিম হিসেবে আখ্যা দিয়েছে। জুলুমের কারণে আল্লাহ তাদেরকে আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছে। এরা নিরপরাধ মানুষদের ইসলামের পথে চলার ও পালন করার ক্ষেত্রে  বাধা দিয়েছে । যারা আল্লাহর পথে চলতে এবং আল্লাহর আইন বাস্তবায়ন করতে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলা ও নির্যাতন করে ক্ষান্ত হয়নি , জালিম লীগ বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের ফাঁসি দিয়েছেন।  তারপরও এরা এদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে পারেনি।
তিনি আরো বলেন ,আওয়ামী লীগের ইচ্ছা ছিল বাংলাদেশ থেকে চিরতরে ইসলামের এবং কোরআনের বাণী মুছে ফেলার। শেখ মুজিব ক্ষমতায় গিয়ে এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের লগো থেকে কোরআনের আয়াত বাদ দিয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলাম শব্দ মুছে ফেলেছে। শেখ মুজিব কোরআনের বাণী সহ্য করতে পারত না , তাই সে এই ধরনের কর্মকান্ড করেছে।  তিনি বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশে আন্দোলন করে আসার কারণেই আওয়ামী লীগ তাদেরকে ভয় পেত। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামিকে দমিয়ে রাখার জন্য আওয়ামী লীগ বার বার জুলুম, নির্যাতন চালিয়ে আসছিল এই সংগঠনের নেতাকর্মীদের উপরে।
২৮ অক্টোবর ২০০৬ সালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছিল জামাত শিবিরের নেতাকর্মীদের। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত ছিল না, নিহত শহীদ ভাইদের লাশের উপরে উঠে  লগি বৈঠা নিয়ে নিয়ে উন্মাদনা করছিল। এই ধরনের কর্মকাণ্ড কখনোই ভুলতে পারে না এদেশে তৌহিদী জনতা ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এডভোকেট মসুল আলম আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ২৮ অক্টোবর স্মরণে আয়োজিত সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন ।
আজ সোমবার ২৮ অক্টোবর ২০২৪ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে  দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী  চৌরাস্তায় বিকেলে  সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।
এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসাইন।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ সেক্রেটারি এবিএম কামাল হুসাইন, জেলা সদস্য এডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির মোঃ ইলিয়াস, কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব আমির ডাক্তার ইমাদুল  ইসলাম,  দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা থানা শাখা সেক্রেটারি আহমেদ আলী সরদার, কেরানীগঞ্জ মডেল থানা আমির আব্দুর রহিম মজুমদার, নবাবগঞ্জ উপজেলা আমির মোঃ ইব্রাহিম খলিল ও ঢাকা জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দক্ষিণ এর সভাপতি মোঃ মাহবুবুর রহমান প্রমূখ ।
বিকেল থেকে অনুষ্ঠিত এই সমাবেশ শেষে রাতে সাধারণ মানুষের জন্য  ২৮ অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় । এ সময় কদমতলীতে বড় প্রজেক্টরের এর মাধ্যমে হারে অক্টোবরের হত্যাকাণ্ডের ভিডিও প্রচার করা হয় । উক্ত সমাবেশ ও আলোকচিত্র  প্রদর্শনী অনুষ্ঠানে ঢাকা জেলা দক্ষিণ  বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মী সহ সাধারণ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন ।