রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সামাদ গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ।

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ( ২৭ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাদ ওই গ্রামের মৃত নূর মিয়ার ছেলে বলে জানায়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত সামাদ সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার তাকে যথাযথ পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

জীব-জন্তুর প্রতি দয়া করার বিষয়ে ইসলামের নির্দেশনা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সামাদ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৪৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ( ২৭ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাদ ওই গ্রামের মৃত নূর মিয়ার ছেলে বলে জানায়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত সামাদ সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার তাকে যথাযথ পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।