
যশোরের শেষ সীমানায় নড়াইলের তুলারামপুরের বাজার সংলগ্ন এলাকায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। মঙ্গলবার গভীর রাতে তুলারামপুরের বাজারের পাশে এঘটনা ঘটে।
আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুরনবী ও দুলালের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় বলে জানাগেছে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে নড়াইলের তুলারামপুর বাজার গ্রামের হান্নান মোল্যার বাড়িতে চারজন চোর হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্যা টের পান ।এসময় তিনি চোর বলে চিৎকার করলে গ্রামসহ আশপাশের গ্রামের মানুষ এগিয়ে আসেন। চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেওয়া হলে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক কৃষকের গরু চুরির ঘটনা ঘটেছে। অনেক কৃষকের গোয়ালের সব কয়টি গরু চুরি করে নেওয়ার ঘটনাও ঘটেছে।যশোর-ঢাকা হাইওয়ের পাশে দিয়ে যত বাড়ি আছে সবার বাড়ি থেকেই গরু চুরি হয়েছে। প্রতি রাতেই নছিমনে করে গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গণপিটুনিতে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তাদের মরদেহ করা হয়েছে।
যশোর প্রতিনিধি 







































