শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের জন্য প্রমান দিতে হলো প্রিয়াঙ্কাকে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১৪২

ছবি-সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সব সময়ের সঙ্গী এখন মেয়ে মালতী। রামমন্দির দর্শন হোক কিংবা বাবা নিকের কোন গানের অনুষ্ঠান কিংবা একসঙ্গে ছুটি কাটানো, প্রতিটি মুহূর্তে সমাজমাধ্যমে মালতীকে দেখা যায়। প্রিয়ঙ্কাই ভাগ করে নেন সে সব ছবি। এমনকি শুটিংয়েও মেয়েকে সঙ্গে করে নিয়ে যান প্রাক্তন বিশ্বসুন্দরী।

২০২২ সালের ১৫ জানুয়ারি মালতী আসে নিক জোনাস ও প্রিয়ঙ্কার জীবনে। সারোগেসির মাধ্যমে মা হন অভিনেত্রী। সেই সময় প্রায় ১০০ দিন এক কঠিন লড়াই লড়তে হয় মালতীকে। তিন মাসের বেশি সময় এনআইসিইউতে (নিও ন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখতে হয় সদ্যোজাতকে। তবে, এখন সম্পূর্ণ সুস্থ সে। দু’বছর পূর্ণ হয়েছে।

এদিকে মালতীর বাবা বিদেশী, মা ভারতীয়। তবু মালতীর মধ্যে ভারতীয়দের বিভিন্ন গুণ সঞ্চারিত হয়েছে। মেয়ে যে একেবারে খাঁটি ভারতীয় এ বার সেই প্রমাণই দিলেন প্রিয়ঙ্কা।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তাক লাগিয়ে দিল প্রিয়াঙ্কার মেয়ে। এর আগেও এক বার মেয়ে মালতীকে নিয়ে এসেছিলেন এ দেশে, তখনই প্রিয়ঙ্কা জানান বিদেশী খাবার নয় বরং ভারতীয়দের মশলাদার খাবার খেতেই পছন্দ করে মালতী। এ বার তো একেবারে হিন্দিতে কথা বলেছে ছোট মালতী। এরমধ্যে অভিনেত্রী একটি কথোপকথনের অডিও পোস্ট করেছেন। সেখানে নিক জানতে চাইছেন মালতী কেমন আছে। উত্তরে ছোট্ট মেয়ে স্পষ্ট হিন্দিতে বলে, ‘ঠিক হুঁ (আমি ভাল আছি)’।

জনপ্রিয়

যশোরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

মেয়ের জন্য প্রমান দিতে হলো প্রিয়াঙ্কাকে

প্রকাশের সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সব সময়ের সঙ্গী এখন মেয়ে মালতী। রামমন্দির দর্শন হোক কিংবা বাবা নিকের কোন গানের অনুষ্ঠান কিংবা একসঙ্গে ছুটি কাটানো, প্রতিটি মুহূর্তে সমাজমাধ্যমে মালতীকে দেখা যায়। প্রিয়ঙ্কাই ভাগ করে নেন সে সব ছবি। এমনকি শুটিংয়েও মেয়েকে সঙ্গে করে নিয়ে যান প্রাক্তন বিশ্বসুন্দরী।

২০২২ সালের ১৫ জানুয়ারি মালতী আসে নিক জোনাস ও প্রিয়ঙ্কার জীবনে। সারোগেসির মাধ্যমে মা হন অভিনেত্রী। সেই সময় প্রায় ১০০ দিন এক কঠিন লড়াই লড়তে হয় মালতীকে। তিন মাসের বেশি সময় এনআইসিইউতে (নিও ন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখতে হয় সদ্যোজাতকে। তবে, এখন সম্পূর্ণ সুস্থ সে। দু’বছর পূর্ণ হয়েছে।

এদিকে মালতীর বাবা বিদেশী, মা ভারতীয়। তবু মালতীর মধ্যে ভারতীয়দের বিভিন্ন গুণ সঞ্চারিত হয়েছে। মেয়ে যে একেবারে খাঁটি ভারতীয় এ বার সেই প্রমাণই দিলেন প্রিয়ঙ্কা।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তাক লাগিয়ে দিল প্রিয়াঙ্কার মেয়ে। এর আগেও এক বার মেয়ে মালতীকে নিয়ে এসেছিলেন এ দেশে, তখনই প্রিয়ঙ্কা জানান বিদেশী খাবার নয় বরং ভারতীয়দের মশলাদার খাবার খেতেই পছন্দ করে মালতী। এ বার তো একেবারে হিন্দিতে কথা বলেছে ছোট মালতী। এরমধ্যে অভিনেত্রী একটি কথোপকথনের অডিও পোস্ট করেছেন। সেখানে নিক জানতে চাইছেন মালতী কেমন আছে। উত্তরে ছোট্ট মেয়ে স্পষ্ট হিন্দিতে বলে, ‘ঠিক হুঁ (আমি ভাল আছি)’।