
চট্টগ্রামের রাউজানে দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রদলের দুই নেতা-কর্মীকে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রদলের সদস্য নুরুল আমিন (২৮) ও ছাত্রদলের কর্মী মুহাম্মদ শান্ত (২৭)।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণহাট বাজার এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদলের নেতা নুরুল আমিন গত মঙ্গলবার রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নে তাঁর এক আত্মীয়ের বাড়িতে রোগী দেখতে যান। এ সময় তাঁর সঙ্গে মুহাম্মদ শান্তও ছিলেন। দুজন দিবাগত রাত দুইটার দিকে সেখান থেকে নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ান পাড়ায় বাড়িতে ফিরছিলেন। তাঁরা ব্রাহ্মণহাট এলাকায় এলে ২০-২৫ জনের একটি দল তাঁদের আটকে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর দুজনকে হাত-পা রশি দিয়ে বেঁধে পেটানো হয়। দুজনকে সেখানেই ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে আজ বুধবার সকালে দুজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হামলার ঘটনায় রাউজান থানায় অভিযোগ করা হয়েছে।
হামলার শিকার নুরুল আমিনের ছোট ভাই মুহাম্মদ পারভেজ রানা বলেন, তাঁর ভাই বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। বিএনপির আরেক নেতার অনুসারীরা তাঁর ভাইয়ের ওপর হামলা করেছেন। দলীয় কোন্দলের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করে এ ঘটনায় মামলা হবে।
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 



















