
মানবপাচারকারীদের খপ্পরে পড়ে শিশুসহ অন্তত ৯০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার একটি সমুদ্রসৈকতে আটকা পড়েছেন। তাছাড়া সেখানের আশপাশ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গারা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। এতে প্রায়ই ঘটে মারাত্মক দুর্ঘটনা।
স্থানীয় কর্মকর্তা সাইফুল আনোয়ার জানিয়েছেন, আচেহ প্রদেশের একটি সমুদ্রসৈকত থেকে ১০০ মিটার দূরে এসব রোহিঙ্গাদের ফেলে রেখে যাওয়া হয়।
তিনি বলেন, এসব রোহিঙ্গাদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩৭ জন নারীর পাশাপাশি সাত শিশু ছিল। তাছাড়া দুইজনের মরদেহ তীরে পাওয়া গেলেও চারজনের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
সাইফুল আলম বলেন, ভোর রাতের দিকে তারা সমুদ্রসৈকতে আটকা পড়েন। মনে হচ্ছে নৌকায় করে তারা এখানে এসেছেন। আটজন রোহিঙ্গাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পূর্ব আচেহের ভারপ্রাপ্ত জেলা প্রধান আমরুল্লাহ এম. রিধা সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষ তাদের আশ্রয় না দেওয়া পর্যন্ত শরণার্থীদের সমুদ্রসৈকতে তাঁবুতে রাখা হবে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা এ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
চলতি মাসে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের একটি গ্রুপ ইন্দোনেশিয়ায় পৌঁছালো।
ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত আড়াই হাজার রোহিঙ্গা অচেহ প্রদেশে পৌঁছায়।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রতি বছর এসব রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। সূত্র: এএফপি
আন্তর্জাতিক ডেস্ক 







































