
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ পালন করা হয়েছে। ১নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ইএসডিও’র ইডুকোর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্্যলি বের করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক রজব আলী, প্রেসক্লাব (পুরাতন) সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক তারেক হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুব নারী উদ্যোক্তা অনামিকা রাণী, যুব প্রশিক্ষণকারী উদ্যোক্তা সফল মৎসচাষী সাঈদ হোসেন, ইএসডিও’র প্রতিনিধি শরিফুল ইসলাম, ইডুকোর প্রজেক্ট ম্যানেজার মনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব উদ্যোক্তা,যুব নারী ও পুরষ শিক্ষার্থীরাসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ও নারীদের সনদপত্র,চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি 






































