শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভাতিজাদের মারধরে আ.লীগ নেতার মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালী সদরে সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাতিজাদের মারধরে আবু ছায়েদ (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে দাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু ছায়েদ ওই গ্রামের মৃত মমিন উল্লার ছেলে। তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন।

নিহতের শ্যালক ও নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে আবু ছায়েদের সঙ্গে তার ভাতিজাদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়তে যান আবু ছায়েদ। এ সময় গাছটি বিরোধপূর্ণ জায়গায় দাবি করে ভাতিজা হাসান, হোসেন ও মহসিন চাচার সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে ভাতিজাদের মারধরে আবু ছায়েদ অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা অভিযুক্ত ভাতিজা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, মির্জা ফখরুলের যে বার্তা

ভাতিজাদের মারধরে আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

নোয়াখালী সদরে সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাতিজাদের মারধরে আবু ছায়েদ (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে দাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু ছায়েদ ওই গ্রামের মৃত মমিন উল্লার ছেলে। তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন।

নিহতের শ্যালক ও নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে আবু ছায়েদের সঙ্গে তার ভাতিজাদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়তে যান আবু ছায়েদ। এ সময় গাছটি বিরোধপূর্ণ জায়গায় দাবি করে ভাতিজা হাসান, হোসেন ও মহসিন চাচার সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে ভাতিজাদের মারধরে আবু ছায়েদ অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা অভিযুক্ত ভাতিজা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।