বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমার ইউনিয়নে নাগরিক সেবা ব্যহত হয়নি রেজাউল করিম   

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা ব্যহত হয় নি সন্মানিত নাগরিকরা সকল সেবা পাচ্ছেন বলে জানান ২নং বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো রেজাউল করিম।
রবিবার ( ৩ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায় তিনি উপস্থিত আছেন ও  সকল
কার্যক্রম পরিচালনা করছেন।
এসময়  সেবাগ্রহীতা মো সুজন চিশতির  সাথে কথা হলে তিনি বলেন জন্ম নিবন্ধন জন্য আসছি চেয়ারম্যান সাক্ষর করে দিয়েছে। আমি এর আগেও কিছু কাজে এসে  তাকে কার্যালয়ে পেয়েছি। অপর সেবাগ্রহীতার মো কামাল বলেন ওয়ারিশ সনদের জন্য এসেছি চেয়ারম্যান সই করে দিছে। গত ৫ আগষ্টের পরেও আমি বেশ কিছু কাজে এসে  চেয়ারম্যানকে পরিষদে পেয়েছি।
 এবিষয়ে চেয়ারম্যান মো রেজাউল করিম  বলেন মানুষের ভোটে ৩বার এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত  হয়ে জনগণের সেবা করছি।  গত৫আগষ্ট সরকার পতনের পরে জানতে পারছি অনেক চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত কিন্তু আমার ইউনিয়নে এর কোন প্রভাব পড়ে নি।
আমি নিয়মিত অফিস করছি এবং নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছি আমার পরিষদের মেম্বাররা নিয়মিত অফিস করছেন। আশাকরছি ধারাবাহিকভাবে জনগন হয়রানি মুক্ত সেবা পাবে।
জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

আমার ইউনিয়নে নাগরিক সেবা ব্যহত হয়নি রেজাউল করিম   

প্রকাশের সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা ব্যহত হয় নি সন্মানিত নাগরিকরা সকল সেবা পাচ্ছেন বলে জানান ২নং বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো রেজাউল করিম।
রবিবার ( ৩ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায় তিনি উপস্থিত আছেন ও  সকল
কার্যক্রম পরিচালনা করছেন।
এসময়  সেবাগ্রহীতা মো সুজন চিশতির  সাথে কথা হলে তিনি বলেন জন্ম নিবন্ধন জন্য আসছি চেয়ারম্যান সাক্ষর করে দিয়েছে। আমি এর আগেও কিছু কাজে এসে  তাকে কার্যালয়ে পেয়েছি। অপর সেবাগ্রহীতার মো কামাল বলেন ওয়ারিশ সনদের জন্য এসেছি চেয়ারম্যান সই করে দিছে। গত ৫ আগষ্টের পরেও আমি বেশ কিছু কাজে এসে  চেয়ারম্যানকে পরিষদে পেয়েছি।
 এবিষয়ে চেয়ারম্যান মো রেজাউল করিম  বলেন মানুষের ভোটে ৩বার এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত  হয়ে জনগণের সেবা করছি।  গত৫আগষ্ট সরকার পতনের পরে জানতে পারছি অনেক চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত কিন্তু আমার ইউনিয়নে এর কোন প্রভাব পড়ে নি।
আমি নিয়মিত অফিস করছি এবং নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছি আমার পরিষদের মেম্বাররা নিয়মিত অফিস করছেন। আশাকরছি ধারাবাহিকভাবে জনগন হয়রানি মুক্ত সেবা পাবে।