
ভূমিহীন প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিশন গঠন,খাসজমি ভূমিহীনদের মাঝে বন্টন, উন্নয়নের নামে ৩ ফসলী জমি অধিগ্রহণ বন্ধ সহ ৯ দাবীতে রবিবার লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন লালমনিরহাট শাখা। সংগঠনের জেলা শাখার আহ্বায়ক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সামিউল আলম বাসু, সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন সহ নেতৃবৃন্দ।এ সময় অবিলম্বে ভূমিহীনদের উন্নয়নে পদক্ষেপ নেয়ার দাবি জানান।পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি 







































