
যশোরে পুকুরের পানিতে ডুবে রানী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে শহরের পালবাড়ী তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রানী ওই এলাকার সোহানের মেয়ে।
নিহতের বাবা সোহান জানিয়েছেন, আজ দুপুরে গোসল করার জন্য বাড়ির পিছনে পুকুরে যায় রানী। পরে দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে আসে না। তখন বাড়ির লোকজন খোজা খুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পিছনের পুকুরে রানীর মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় ডাক্তার বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার জানিয়েছেন, হাসপাতালের আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
যশোর অফিস 







































