
প্রশাসনে থাকা ‘স্বৈরাচারের প্রেতাত্মারা’ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, ‘প্রশাসনে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বৈরাচার পালিয়ে গেলেও এখনও ক্রান্তিকাল চলছে। দেশে সংস্কার প্রয়োজন এবং যে সংস্কার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেটাকেই সংস্কার মনে করে বিএনপি।
যশোরের বিএনপি নেতা প্রয়াত তরিকুল ইসলামের স্মরণ সভায় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্দোলন-সংগ্রামে তরিকুল ইসমামের ভূমিকার প্রশংসা করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। শুধু তাই না, ওই সরকার মানুষের সব অধিকার ডাকাতি করেছিল।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বৈরাচারের সন্ত্রাসী শাসন শেষ হলেও, সেই শাসনের অবশিষ্ট প্রেতাত্মারা এখনও রাজনীতির ক্রান্তিকালে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আমাদের লক্ষ্য সেই অধিকার পুনরুদ্ধার করা যা এই সরকার মানুষের কাছ থেকে ছিনতাই করেছে। যতদিন মানুষের অধিকার ফিরিয়ে না দেওয়া যায়, ততদিন এই সংস্কারের পথ চলতে হবে।’
নিজস্ব প্রতিবেদক 







































