এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের যশোর অফিসের প্রায় তিন লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে শাখা সহকারী ইমরুল প্রামানিককে (৩২) আটক করেছে পুলিশ। তিনি ফরিদপুর সদর উপজেলার কোলপাড় গ্রামের মৃত ইসাহাক প্রামানিকের ছেলে। বর্তমানে তিনি উপশহর ডিগ্রি কলেজ এলাকার মশিয়ার মেম্বারের বাড়ির ভাড়াটিয়া।
ওই প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম জনি যশোর কোতয়ালী থানায় মামলায় উল্লেখ করেছেন, তাদের হেড অফিসের অডিট শাখার সদস্য সুমন শেখ যশোর অফিসে আসেন অডিট করার জন্য। তিনি গত ২৬ অক্টোবর অডিট শেষ করে ২ লাখ ৮৮ হাজার ৩৭০ টাকার গড়মিল পান। ইমরুল প্রামানিক হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিধায় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করে ওই টাকা গ্রাহকের কাছে জমা না দিয়ে তিনি খরচ করেছেন।এই টাকা ফেরৎ চাইলে তিনি নানা ভাবে ঘুরাতে থাকেন। এমনকি হুমকিও দেন। ফলে বাধ্য হয়ে তার বিরুদ্ধে প্রতারনার মামলা করতে হয়েছে।
যশোর উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানিয়েছেন, বুধবার বেলা ১২টার দিকে উপশহর এলাকার প্রতিষ্ঠানের শাখা অফিসের সামনে থেকে ইমরুল প্রামানিককে আটক করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।