
চট্টগ্রামের রাউজান পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হাসানকে আটক করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) তাকে রাউজান থানা পুলিশ আটক করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর শওকত হাসানকে আটক করা হয়েছে। তিনি রাউজান থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। তাকে আগামীকাল বৃহস্পতিবার কোর্ট হাজতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, শওকত হাসান গত দুটি পৌরসভা নির্বাচনে বিনাভোটে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন।
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 







































