
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না, বরং বিদ্যমান যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমি কোনো যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ থামাব।’
তার মতে, চার বছর তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কোনো বড় যুদ্ধের মধ্যে যায়নি, তবে আইএসআইএসকে পরাজিত করেছিল। মার্কিন নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে গতকাল বুধবার সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।
এ সময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ‘ফার্স্ট লেডি’ বলে উল্লেখ করেন। তিনি তার বইয়ের প্রশংসা করে বলেন, তার ‘দেশের এক নম্বর বেস্ট সেলার’ আছে। ট্রাম্প বলেন, তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।
এ ছাড়া জনতা স্লোগান দেওয়ার পর একপর্যায়ে ট্রাম্প এমন একজনের সম্পর্কে কথা বলতে শুরু করেন যিনি তার প্রচার শিবিরের একটি প্রধান অংশ হয়ে উঠেছিলেন। আর তিনি হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসাবেও এসময় আখ্যায়িত করেন।
ট্রাম্প বলেন, ‘ঈশ্বর একটি কারণে আমার জীবন রক্ষা করেছেন।’ ট্রাম্প ওই বক্তব্যের মধ্য দিয়ে মূলত এবারের নির্বাচনী প্রচার চলাকালে দুই দফা হত্যাচেষ্টা থেকে তার বেঁচে যাওয়ার ঘটনাকে ইঙ্গিত করেন।
ট্রাম্প বলেন, ‘আর ওই কারণ হলো, আমাদের দেশকে রক্ষা ও যুক্তরাষ্ট্রের মহিমা পুনরুদ্ধার করা। এখন আমরা একত্রে ওই লক্ষ্য পূরণ করতে চলেছি। আমাদের সামনে যে কাজ রয়েছে, তা সম্পাদন করা সহজ হবে না। কিন্তু, আপনারা যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তা পালন করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাব।
আন্তর্জাতিক ডেস্ক 







































