
মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ওষুধসহ দু-জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, মাহতাব উদ্দিন (২৪) ও কুতুব উদ্দিন (২১)। তারা উভয়ই সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা।
সিলেট থেকে কাভার্ডভ্যানে করে ভারতীয় চোরাই পন্য আসছে- এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৬ নভেম্বর) বিকেলে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করে।
চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান গতিরোধ করে তল্লাশি করা হয়।
এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮,৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওষুধ জব্দ করা হয়। এছাড়া চোরাই পন্য পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত ব্যক্তি দু’জন ও জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেটের জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি 




































