
রাজবাড়ী বালিয়াকান্দিতে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও সুধিজনের সাথে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভাড়প্রাপ্ত) মো হাসিবুল হাসনের সভাপতিত্বে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন সরকারি সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি শিকার নাহয় সেদিকে খেয়াল রাখতে হবে। সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হব। সরকারি জায়গা অবৈধভাবে কেউ দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। যুব অফিসার ও শিক্ষক দের বলেন আপনার আগামী দিনের বাংলাদেশ গাড়ার কারিগর। যারা আপনাদের শিক্ষা থেকে শিক্ষা গ্রহন করবে তার মধ্যে যেন মনুষ্যত্ব বোধ তৈরি হয় সেযেন মানবিক হয়ে গড়ে ওঠে সে যেন আপরাদেন অনুসরণ করে,আপনাকে যেন রোল মডেল ভাবে। আমি প্রত্যাশা করি আপনার সেই গুনে গুণান্বিত থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, মৎস্য কর্মকর্তা হালিম সরদার, থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও সুধিজন বৃন্দ্র।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































