
যশোর পুলেরহাটের আদ-দ্বীন হাসপাতলে ডাক্তার দেখাতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন মানসিক ভারসাম্যহীন রিজিয়া খাতুন (৫৭) নামে এক নামে এক নারী।গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে রিজিয়া খাতুনকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে রিজিয়া খাতুন হাসপাতাল থেকে বের হয়ে আসলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
রিজিয়া খাতুন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মোর্শেদ আলীর স্ত্রী।
স্ত্রীর কোন সন্ধান না পেয়ে মোর্শেদ যশোর কোতোয়ালি থানায় গত ১৯শে অক্টোবর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নং ১৩৩৪। আজও পর্যন্ত হতদরিদ্র দিনমজুর মোর্শেদ তার স্ত্রীর সন্ধান না পেয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
তাই তিনি সমাজের সহৃদয় ব্যক্তিবর্গের প্রতি আহ্বান ও অনুরোধ করে জানিয়েছেন, স্ত্রীর সন্ধান পেলে তার ব্যবহৃত (০১৭৯৯৫৩১৯৭০)নাম্বারে ফোন করে জানানোর জন্য।
যশোর অফিস 



















