মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার দোসরদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবো: ফখরুল

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ঘাঁপটি মেরে বসে আছে। তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে র ্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছর এদেশের অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য। হাজার হাজার মানুষ ও বিএনপির নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। ৬০ হাজারের অধিক বিএনপি নেতামকর্মীকে মিথ্যা মামলা দিয়েছে। এখনও শেখ হাসিনা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনো ঘাঁপটি মেরে আছে। তারা সুযোগ পেলে হামলা করবে। আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। দেশের জনগণ যে কোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছে। এ জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে থাকব।

তিনি বলেন, আজকের এ মিছিল এটাই প্রমাণ করবে, বাংলাদেশে সব থেকে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আজকের এই র‍্যালি। ৭ নভেম্বর বিপ্লব ও গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। আমরা এ সমাবেশ থেকে বলতে চাই, এদেশে গণতন্ত্র ছাড়া অন্যকিছু চলবে না।

এরআগে, ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‌্যালিটি মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। র‌্যালি শেষে সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের।

জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

শেখ হাসিনার দোসরদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবো: ফখরুল

প্রকাশের সময় : ০৯:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ঘাঁপটি মেরে বসে আছে। তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে র ্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছর এদেশের অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য। হাজার হাজার মানুষ ও বিএনপির নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। ৬০ হাজারের অধিক বিএনপি নেতামকর্মীকে মিথ্যা মামলা দিয়েছে। এখনও শেখ হাসিনা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনো ঘাঁপটি মেরে আছে। তারা সুযোগ পেলে হামলা করবে। আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। দেশের জনগণ যে কোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছে। এ জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে থাকব।

তিনি বলেন, আজকের এ মিছিল এটাই প্রমাণ করবে, বাংলাদেশে সব থেকে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আজকের এই র‍্যালি। ৭ নভেম্বর বিপ্লব ও গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। আমরা এ সমাবেশ থেকে বলতে চাই, এদেশে গণতন্ত্র ছাড়া অন্যকিছু চলবে না।

এরআগে, ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‌্যালিটি মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। র‌্যালি শেষে সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের।