
সাতক্ষীরা ৩৩ বিজিবি অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩টি স্বর্ণের বারসহ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে। আজ রবিবার ভোর সাড়ে চারটার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের তুজুলপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তি রাজধানীর রায়েরবাগ কদমতলী এলাকার মৃত নুরুল হক এর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির এসআইপি’র সদস্য হাবিলদার মো. মেজবাহ উদ্দিন রুবেল এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল তুজুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
তল্লাশির সময়, গাড়ির যাত্রী মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপনের ডান পায়ের জুতার ভিতরে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধৃত স্বর্ণের মোট ওজন ছিল ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম, যার বাজার মূল্য প্রায় ৫৭,৫৭,৮৭০/- টাকা। এছাড়াও, তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে তার চোরাকারবারির সঙ্গে সংশ্লিষ্টতা প্রতিষ্ঠিত হতে পারে।
এ বিষয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আসামিকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি’র অধিনায়ক।
সাতক্ষীরা ব্যুরো 






































