সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভারতে পালানোর সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বোরহান হিমু (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের ৩ টার দিকে ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বোরহান হিমু ঢাকার চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর ছিল সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই আসামি  ইমিগ্রেশনে ডেস্কে গেলে পাসপোর্ট যাচাই-বাছাই করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন অর্থঋণ মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি তিনি।

বেনাপোল চেকপেস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে ভারতে পালানোর সময়  সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।সেখান থেকে তাকে ঢাকার চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু জানুয়ারিতে

ভারতে পালানোর সময় বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ভারতে পালানোর সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বোরহান হিমু (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের ৩ টার দিকে ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বোরহান হিমু ঢাকার চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর ছিল সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই আসামি  ইমিগ্রেশনে ডেস্কে গেলে পাসপোর্ট যাচাই-বাছাই করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন অর্থঋণ মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি তিনি।

বেনাপোল চেকপেস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে ভারতে পালানোর সময়  সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।সেখান থেকে তাকে ঢাকার চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।