
সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় ২০২১ সালে র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। সমালোচকদের মতে এই বাহিনী হলো ‘সরকারি ডেথ স্কোয়াড’।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর র্যাবের নাম, লোগো ও পোশাক পরিবর্তন করে বাহিনীর কার্যক্রমের জন্য নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘বাহিনীর নাম, নিয়ম এবং পোশাক পরিবর্তনসহ বিভিন্ন সংস্কারের বিষয়ে খসড়া তৈরি করা হয়েছে।’
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মতে, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো প্রয়োজন নেই বিধায় র্যাব বিলুপ্ত করা উচিত।
মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, ‘গুম তদন্তে গঠিত কমিশনের তথ্যানুযায়ী র্যাবের বিরুদ্ধে গুমের ১৭২টি অভিযোগ রয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১,৬০০টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ৪০০টি অভিযোগ যাচাই করে ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






































