
রাজবাড়ী সদরের চন্দনীতে প্রেমিকার বিয়ের খবরে বাড়ির সামনে বিষপানে মাহফুজ সরদার (১৮) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফরিদপুর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান চন্দনী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নায়েব আলী।
মাহফুজ সরদার চন্দনী ইউনিয়নের বারাইঝুরি গ্রামের মোঃ মাজেদ সরদারের ছেলে। সে রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজের (ইন্টার) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মাহফুজ সরকারের সাথে একই ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকার হিন্দু ধর্মালম্বী রাজবাড়ী মহিলা কলেজের (ইন্টার) ১ম বর্ষের ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করে। এ কথা জানতে পেরে প্রেমিক মাহফুজ প্রেমিকার বাড়ির সামনে গিয়ে বিষপান করে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নায়েব আলী বলেন, কয়েক দিন আগে মাহফুজ সরদার নামে এক যুবক প্রেমিকার বিয়ের খবরে বিষপান করে। তারপরে তাকে ফরিদপুর হসপিটালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি আজ মৃত্যুবরণ করেছে।তার দাফন সম্পূর্ণ হয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি 







































